দলীয় মনোনয়ন নৌকা পেতে তৃণমূল ভোটযুদ্ধে বিজয়ী আনিস

দলীয় মনোনয়ন নৌকা পেতে তৃণমূল ভোটযুদ্ধে বিজয়ী আনিস

বুলবুল আহম্মেদ শেরপুর: আসন্ন শেরপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগের মেয়র প্রার্থী মনোনয়ন পেতে ৫ প্রার্থীর তৃণমূল ভোটযুদ্ধে ৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শেরপুর জেলা আওয়ামী লীগের সাস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আনিসুর রহমান আনিস।
৩ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে শহরের ঐতিহ্যবাহী জি.কে. পাইলট উচ্চ বিদ্যালয়ের শহীদ বুলবুল হলে ডেলিগেটদের তৃণমূল পর্যায়ে ভোট গ্রহন হয়। ভোট গ্রহন চলে সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত।

অনুষ্ঠিত নির্বাচনে শেরপুর জেলা আওয়ামীলীগ, সদর উপজেলা আওয়ামীলীগ ও শহর আওয়ামী লীগের তৃণমূলের ১০৯ জন ভোটারের মধ্যে মোট ১০৩ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করেন। পরে ভোট গণনা শেষে শেরপুর জেলা আওয়ামী লীগ যুগ্ন সাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন পান ২১ ভোট, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল পান ৩৩ ভোট এবং জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান আনিস পান ৪৮ ভোট। অপরদিকে তৃণমূলের ভোট বর্জনকারী দুই প্রার্থী এডভোকেট রফিকুল ইসলাম আধার ও আরিফ রেজা পান (০ শূণ্য) ভোট। এদিকে মোট ভোটাধিকার ১০৩টি প্রয়োগকালে (০১)টি ভোট নষ্ট বের হয়।

তৃণমূল ভোটের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজ্ঞ পিপি এডভোকেট চন্দন কুমার পাল। এছাড়াও জেলা আওয়ামীলীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি প্রধান নির্বাচন পর্যবেক্ষক হিসেবে স্বশরিরে উপস্থিত থেকে নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন।

সহকারি নির্বাচন কমিশনার হিসেবে দ্বায়িত্ব পালন করেন বাংলাদেশ আওয়ামীলীগ জাতীয় পরিষদ সদস্য মোঃ খোরশেদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার মোঃ নজরুল ইসলাম, শহর আওয়ামীলীগ সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপি ও সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *