আবু তোরাব,ত্রিশাল(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ত্রিশালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭)- ২০২১ এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদের আয়োজনে বৃহস্পতিবার(২৭ মে) সকালে উপজেলা পরিষদের প্রয়াত রাশেদুল ইসলাম কনফারেন্স রুমে টুর্নামেন্ট আয়োজক কমিটির এই প্রস্তুতিমূলক সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার, ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলায় কর্মরত সকল দপ্তরের কর্মকর্তাগণসহ কমিটির সকল সদস্যবৃন্দ।
টুর্নামেন্টের উদ্বোধনী খেলা নজরুলের স্মৃতি বিজড়িত সরকারি নজরুল একাডেমি (সাবেক দরিরামপুর হাই স্কুল) মাঠে আগামী শনিবার(২৯ মে) সকাল-১০.৩০মি. খেলা অনুষ্ঠিত হবে।