আবু রাইহান,ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলাধীন আমিরাবাড়ী ইউপি-মির্ধার বাজার রাস্তার চেইনেজে খিরু নদীর উপর ৯৬.০০ মিটার দীর্ঘ পিসি গার্ডার ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন করেন ধর্ম মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, ময়মনসিংহ -৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী।
মঙ্গলবার(২৪ ডিসেম্বর) বিকালে ময়মনসিংহ এলজিইডির বাস্তবায়নে ৯,৪৩,৭৫,৬৬৮ টাকা চুক্তি মূল্যে নির্মাণ কাজের উদ্বোধন শেষে ইউনিয়ন আওয়ামী লীগের ও অঙ্গ সংগঠনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন ধর্ম মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, ময়মনসিংহ -৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী। আমিরাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হামিদুর রহমান, পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মুকছেদুল আমীন মৃধা, উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য ইকবাল হোসেন, উপজেলা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, হরিরামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মেজবাহুল আলম চাঁনমিয়া, আমিরাবাড়ী ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান ভুট্টো, আমিরাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ সম্পাদক ফয়জুল ইসলাম সেলিম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মাষ্টার, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান সোহেল, বিশিষ্ট সমাজ সেবক ও ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান আকন্দ।
এসময় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উপজেলা, ইউনিয়ন পর্যায়ের স্হানীয় নেতা কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।