আবু রাইহান,ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ মুজিব বর্ষের অঙ্গীকার বীমা হোক সবার এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।

সোমবার (১ মার্চ) সকালে ত্রিশাল উপজেলা প্রশাসনের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন-উপজেলা প্রকৌশলী মনিরুজ্জামান, কৃষি কর্মকর্তা শোয়েব আহমেদ, মৎস্য কর্মকর্তা, তোফায়েল আহমেদ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ত্রিশাল শাখা ইনচার্জ আমিরুল ইসলাম, ত্রিশাল শাখার পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ইনচার্জ শাহাবুদ্দিন আহমেদ আব্দুল লতিফ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ত্রিশাল শাখা ইনচার্জ সিরাজুল ইসলাম মেম্বার প্রমুখ।
