আবু তোরাব,ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ত্রিশালে ধান কাটা মাড়াই, ও বস্তাবন্দি সহ সব কাজ একসাথে করতে পারে এমন একটি মেশিন কৃষকের মাঝে বিতরণ করা হয়। মেশিনটির নাম কম্বাইন হার্ভেস্টার । এটির মূল্য ২৮ লক্ষ টাকা।
বৃহস্পতিবার(৮ এপ্রিল) দুপুরে ত্রিশাল উপজেলা পরিষদ চত্বরে মেশিনটি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার, ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার ভূমি তরিকুল ইসলাম, ত্রিশাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা, কৃষি কর্মকর্তা শোয়েব আহমেদ, কাঁঠাল ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন কামাল, মঠবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মণ্ডল প্রমুখ।