আবু তোরাব, ত্রিশাল(ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশালে উপজেলা কৃষিসম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরন প্রকল্পের আওতায় আউশ ও গ্রীষ্মকালীন পেয়াজ আবাদ বৃদ্ধিতে করনীয় শীর্ষক উপজেলা অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খামারবাড়ি ঢাকা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের পরিচালক সরেজমিন কৃষিবিদ এ কে এম মনিরুল আলম।
অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারন অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চল কৃষিবিদ আব্দুল মাজেদেও সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খামারবাড়ি ময়মনসিংহ অঞ্চলের উপ পরিচালক কৃষিবিদ মতিউজ্জামান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার,নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ,মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা,উপজেলা কৃষি অফিসার শোয়েব আহমেদ প্রমূখ।
