নিজস্ব প্রতিবেদক: যাত্রা শুরু হলো ঢাকাস্থ শেরপুর জেলা সাংবাদিক ফোরামের। শুক্রবার (১৮ ডিসেম্বর) ঢাকার পূর্বাচলে মোল্লা বাড়িতে অনুষ্ঠিত এক সভায় সমকালের সিনিয়র রিপৌর্টার হকিকত জাহান হকিকে আহ্বায়ক ও দেশ রুপান্তরের সিনিয়র রিপৌর্টার মামুন আব্দুল্লাহকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটি ঘোষণা করেন বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও ঢাকাস্থ বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতির সভাপতি মোল্লা জালাল।
কমিটির অন্য সদস্যরা হলেন- বিএফইউজের যুগ্ম মহাসচিব আবদুল মজিদ, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার রুকুনুজ্জামান অঞ্জন, সিনিয়র সাংবাদিক তাসলিমা শিখা, আমাদের সময়ের সহকারী সম্পাদক মঈন আবদুল্লাহ, আমাদের সময়ের অনলাইন ইনচার্জ দেলোয়ার রাশেদ, স্পোর্টসমেইল২৪.কমের সম্পাদক রোকুনুজ্জামান সেলিম, প্রিয়.কমের তানজিল রিমন, দৈনিক মুখপাত্রের সিনিয়র রিপোর্টার মালেক মল্লিক, বাংলাদেশ জার্নালের মুজাহিদ বিল্লাহ।
কমিটি গঠনের সময় উপস্থিত ছিলেন বিএফইউজের মহাসচিব শাবান মাহমুদ, বিএফইউজের যুগ্ম মহাসচিব আবদুল মজিদ, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক সরদার ফরিদ আহমদ, ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সাবেক সভাপতি এ কে এম শহিদুল হক, ঢাকাস্থ জামালপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল, ভোরের ডাকের চিফ রিপোর্টার আকতার হোসেন প্রমুখ।
উপস্থিত নেতৃবৃন্দ ঢাকায় দেশের অনেক উপজেলার সাংবাদিক কমিটি থাকলেও শেরপুরে কমিটি না থাকায় বিস্ময় প্রকাশ করেন। তারা দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠনের পরামর্শ দেন।