টোকিও অলিম্পিক গেইমস্ এ অংশগ্রহনের সুযোগ পাওয়ায় জহির রায়হানকে এলাকাবাসীর পক্ষ থেকে বিশাল সংবর্ধনা দেওয়া হয়েছে।
২৩মে রবিবার রাতে দিগলদী টিকারচর স্কুল মাঠ প্রাঙ্গনে এলাকাবাসীর সত্বঃস্ফুর্ত অংশগ্রহনে এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে এলাকাবাসী ও স্থানীয় ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় জহিরকে।
পরবর্তী এক সংক্ষিপ্ত সভায় ৮নং লছমনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম। ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা এর সন্ঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরপুর জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি মানিক দত্ত।
এসময় অন্যান্যদের মধ্যে আওয়ামীলীগ নেতা মিনহাজ উদ্দিন মিনাল, ৮নং লছমনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইয়াজ আলী মেম্বার বক্তব্য রাখেন ।
আলোচনা শেষে মনোমুগ্ধকর এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন স্থানীয় এলাকাবাসী।