বুলবুল আহম্মেদ শেরপুর :সাংবাদিকদের সংগঠন শেরপুর প্রেসক্লাবের দ্বি বার্ষিক সাধারণ সভায় টানা ২য় বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক বান্ধব নেতা ও একুশে ইটিভির শেরপুর প্রতিনিধি মোঃ শরিফুর রহমান। শনিবার দুপুরে কমিউনিটি সেন্টারে আয়োজিত ওই সভায় উপস্থিত সাংবাদিকদের জোড়ালো সমর্থনে তাকে পূণরায় সভাপতি নির্বাচিত করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও প্রেসক্লাবের আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম।