মোহাম্মদ দুদু মল্লিক ঝিনাইগাতী শেরপুর প্রতিনিধি। শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণী পর্যন্ত লটারীর মাধ্যমে ছাত্র/ছাত্রী ভর্তি করা হয়েছে। করোনার ঝুঁকি থাকায় সর্তকতা অবলম্বন করতে সরকারি নির্দেশ অনুযায়ী এ পদ্ধতি বেছে নেয়া হয়েছে। শিক্ষার্থীদের আবেদন অনুযায়ী শূণ্য আসনে ৩০ ডিসেম্বর বুধবার সকাল ১১টায় ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ লটারী অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল ও প্রধান শিক্ষক আব্দুল হামিদ আকন্দসহ সিনিয়র সাংবাদিক হারুন অর রসিদ দুদু দৈনিক সংবাদ প্রতিনিধি, গোলাম রাব্বানী টিটু দৈনিক যায়যায়দিন , মোহাম্মদ দুদু মল্লিক দৈনিক গণমুক্তি প্রতিনিধি সহ অন্যান্য শিক্ষক, অভিভাবক। লটারীতে ৬ষ্ঠ শ্রেণীতে ১৩০, ৭ম শ্রেণীতে ১৫, ৮ম শ্রেণীতে ১৫ ও ৯ম শ্রেণীতে ৩০, মোট ১৯০ জন ছাত্র/ছাত্রী নির্বাচিত হয়েছে।