ঝিনাইগাতী-ঢাকা দূরপাল্লার বাস চলাচল বন্ধ – বিপাকে যাত্রী

ঝিনাইগাতী-ঢাকা দূরপাল্লার বাস চলাচল বন্ধ – বিপাকে যাত্রী

মোহাম্মদ দুদু মল্লিক, স্টাফ রিপোর্টার:শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা থেকে প্রতিদিন প্রায় ২৫/৩০ টি দূরপাল্লার বাস ঝিনাইগাতী থেকে ঢাকার উদ্দেশ্য যাত্রী নিয়ে যাতায়াত করেন। কিন্তু ৪ মার্চ থেকে বাস গুলো বন্ধ করেন মালিক পক্ষ ফলে সাধারণ যাত্রী গুলো বিপাকে পড়েন। জানাগেছে ঝিনাইগাতীর বাস মালিক দের শেরপুরের কিছু অসাধু নেতার চাহিদা মতো চাদা না দিলে পড়েই না না সমস্যায় পড়তে হয়।গাড়ি থেকে যাত্রী নামিয়ে দেন অন্য গাড়িতে করে নিয়েযান। শেরপুরের কিছু নেতাদের অসৌজন্যমূলক আচরণ তাদের ইচ্ছে মতো আইন তৈরি করে বাধ্য করা হয় ঝিনাইগাতীর বাস মালিকদের। আজ শুক্রবার বাস মালিক ও শ্রমিকরা জুরুরি ভাবে মিটিং করে সঠিক সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ঝিনাইগাতী থেকে কোনো গাড়ি ঢাকায় যাতায়াত করবে না বলে সিদ্ধান্ত নেন। ঝিনাইগাতী থেকে দূরপাল্লা শাহু ফকির গাড়ি কোনো কারন ছাড়াই ৭ দিনের জন্যে চলাচলের উপর নিষেধ করেন।কেন?বা কিসের জন্যে চলাচলে নিষেধ করা হয়েছে তার কোনো উত্তর নেই।গতকাল শুক্রবার রাত থেকে ঝিনাইগাতীর সবগুলো কাউন্টারে টিকিট বিক্রয় বন্ধ করেন মালিক পক্ষ। এতে ঢাকায় যাওয়া- আশাথর যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। জুরুরিভাবে প্রশাসনের নজর দেওয়ার দাবি সাধারণ যাত্রীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *