ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যানের সফলতার দুই বছর পূর্তিতে জনসভা

ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যানের সফলতার দুই বছর পূর্তিতে জনসভা

স্টাফ রিপোর্টার: মুজিব জন্ম শতবর্ষ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও শেরপুরের ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইমের সফলতার দুই বছর উদযাপন উপলক্ষে জনসভা করেছে উপজেলা আওয়ামী লীগ। বুধবার (২৪ মার্চ) ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি এসএমএ ওয়ারেজ নাইম। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিজ্ঞ পিপি এ্যাডভোকেট চন্দন কুমার পাল।

বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন উৎপল, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামীম হোসাইন, শেরপুর সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান মোখছেদুর রহমান লেবু, শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।

এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *