মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধি। শেরপুরের ঝিনাইগাতীতে সরকারি ৬ শতাংশ খাস জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার ধানশাইল ইউনিয়নের দক্ষিন কান্দুলী তিন রাস্তার মোড় এলাকায় ৬ শতাংশ খাস জমির উপর দিয়ে রাস্তা আনার জন্যে এলাকার লোকজন সহ চেয়ারম্যান সাহেব উপস্থিত হন ঠিক সে সময় খুসু মিয়ার লোকজন দখল না ছারতেই দন্দ সৃষ্টি করেন। জানা গেছে, দক্ষিন কান্দুলী তিন রাস্তার মোড় এলাকায় রাস্তার জমি নিয়ে স্থানীয় মোঃ খুসু মিয়ার সাথে সাদা মিয়ার বিরোধ চলে আসছিল। গতকাল বিকেলে খুসু মিয়া ও সাদা মিয়ার সাথে রাস্তার জমি নিয়ে একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। ওই সংঘর্ষে উভয় পক্ষের দুইজন করে চারজন আহত হয়। আহতদেরকে শ্রীবরদী ও শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। ধানশাইল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, রাস্তার জমিটি নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিষয়ে সাদা মিয়া প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করলে উপজেলা নির্বাহী অফিসার মিমাংশার জন্য আমার উপর দায়িত্ব অর্পন করেন। আমি বিষয়টি মিমাংশার জন্য গতকাল বৃহস্পতিবার ওই এলাকায় গিয়ে দেখতে পাই দু পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েছে।এলাবাসী জানায় এই ৬ শতাংশ জমি আগে পতিত ছিল খুসু মিয়া জবর দখল করে নিয়েছে। এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় ও কোর্টে উভয় পক্ষ পৃথক পৃথক ভাবে অভিযোগ দায়ের করবেন বলে জানায় পরিবার গুলো।