মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধি। শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা, গৌরীপুর ও ঝিনাইগাতী সদর ইউনিয়নের ভাতা বিতরণ কার্যক্রম শুরু করেছে সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখা। এ উপলক্ষে ৮ ফেব্রুয়ারী সোমবার দুপুরে উপজেলা সমাজসেবা অফিসে সোনালী ব্যাংকের ম্যানেজার এএসএম মাসুম চৌধুরী ও উপজেলা সমাজসেবা অফিসার আল আমিন এ ভাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় ঝিনাইগাতী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ দুদু মল্লিক ও ব্যাংকের অন্যান্য কর্মকর্তা সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মীগণ উপস্থিত ছিলেন। ব্যাংক ম্যানেজার এএসএম মাসুম চৌধুরী জানান সুষ্ঠ ও সু শৃঙ্খলা সঠিক ভাবে ভাতা বিতরণ কার্যক্রম চলবে যার টাকা তার হাতে। ৩ ইউনিয়নে মোট ৪৫২৩ জন ভাতাভোগীকে ভাতা প্রদান করা হবে। এছাড়াও তিনি আরো জানান, সুষ্ঠু বিতরণের তাগিদে অতি বয়স্ক ব্যক্তিদের বাড়ী বাড়ী গিয়ে টাকা প্রদান করা হবে। কোন বয়স্ক ব্যক্তিকে কষ্ট দেওয়া হবেনা। উল্লেখ্য, জুলাই হতে সেপ্টেম্বর ২০২০ তিন মাসের বকেয়া জন প্রতি ১৫০০ টাকা করে দেওয়া হচ্ছে।