ঝিনাইগাতী শেরপুর প্রতিনিধি:বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ মে) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও রুবেল মাহমুদ।
এতে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন প্রমুখ।
সভায় টুর্নামেন্ট পরিচালনা করার জন্যে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়। আগামী ২৮ মে থেকে উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ টুর্নামেন্ট শুরু হবে। উপজেলার ৭টি ফুটবল দল অংশগ্রহণ করবে।