ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল হয়েছে। সোমবার ৩১ মে বিকেলে উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ফাইনাল খেলায় নলকুড়া ইউনিয়ন একাদশ ১-০ গোলে কাংশা ইউনিয়ন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম ও ইউএনও রুবেল মাহমুদ পুরস্কার বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির, উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, অতিরিক্ত সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক হাকিম বাবুল, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু তাহের প্রমুখ।