মোহাম্মদ দুদু মল্লিক, স্টাফ রিপোর্টার: সারাদেশের ন্যায় শেরপুরের ঝিনাইগাতীতে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশ আনন্দ উদযাপন করেছে। রবিবার (৭ মার্চ) বিকালে থানা চত্তরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান। এতে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ, সহকারী পুলিশ সুপার স্নেনাহীষ প্রমুখ। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার কয়েক শতাধিক নাগরিক উপস্থিত ছিলেন।