স্টাফ রিপোর্টার: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় ইউরোপীয় ইউনিয়ন এর অর্থায়নে, হারভেষ্টপ্লাস প্রকল্পের আয়োজনে জিংক সমৃদ্ধ ধান উৎপাদন বিষয়ে দিনব্যাপী এক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদের সভাপতিত্বে ও অতিরিক্ত কৃষি অফিসার ফরহাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএমএ ওয়ারেজ নাইম। এসময় রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য দেন, শেরপুর খামার বাড়ির অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ গোলাম রাসুল, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন, শেরপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আকরাম হোসেন, হারভেষ্টপ্লাস প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী হাবিবুর রহমান প্রমুখ। এসময় বক্তারা জিংক’-এর প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, জিংকের অভাবে শিশুদের ক্ষুধা মন্দা হচ্ছে। বয়ঃসন্ধিকালে শারীরিক বৃদ্ধি ও বিকাশ, মা ও শিশুর জন্য জিংক এবং আইরন অত্যন্ত প্রয়োজনীয়। এ চাহিদা পূরণ করবে বোরো মৌসুমে ব্রি-ধান-৮৪। আর শুধু জিংকযুক্ত ব্রি-ধান-৭৪। আমন মৌসুমের জন্য এসেছে নতুন উদ্ভাবিত বিনা-৬২, বিনা-৬৪ ও বিনা-২০ জাতের ধান। আরও বলেন, করোনাকালীন মানুষের দেহের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতেও কাজ করবে উদ্ভাবিত নতুন এ জাতের ধান। কৃষকদের এ ধান চাষের পদ্ধতি, ফসল কাটা, মাড়াই ও সংরক্ষণের বিষয়টিও তুলে ধরেন বক্তারা। ওরিয়েন্টেশন সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষি বিভাগের কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।