ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুর জেলার ঝিনাইগাতীতে, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২৪ মে সোমবার সকাল ৯ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরথর আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ সেন্টারে ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এসময় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হুমায়ুন কবীর।
এসময় আরও উপস্থিত ছিলেন প্রশিক্ষক হিসেবে, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মোঃ মোস্তফা কামাল,সিনিয়র মনিটরিং অফিসার মোহাম্মদ নাজমুল হাসান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফরহাদ হোসেন,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাদিয়া আক্তার প্রমুখ।এ প্রশিক্ষণে প্রশিক্ষকরা তাদের বক্তব্য, ফসল উৎপাদনে আধুনিক কলা কৌশল বিষয়ে তাৎপর্য বিস্তারিত তোলে ধরেন তারা।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হুমায়ুন কবীর তিনি জানান, এ প্রশিক্ষণথটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের অত্যান্ত গুরুত্ব থাকায়, স্বাস্থ্য বিধি মেনে দুথটি ব্যাচ প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে।
প্রশিক্ষণ শেষে ডাটা,কলমী,পুইশাক,লালশাক ও কুমড়া পাঁচ ধরনের এসব উন্নত মানের শাক সবজির বীজ প্রশিক্ষনার্থীদের মাঝে বিতরণ করা হয়।
প্রশিক্ষণ পেয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহ-বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ ওই প্রকল্পের সকল কর্মকর্তাদের প্রতি সন্তুষ্ট হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।