স্টাফ রিপোর্টার:শেরপুর জেলার ঝিনাইগাতীতে কোভিড-১৯ সংক্রমণ রোধে করোনাভাইরাস হতে সুরক্ষা রাখতে দ্বিতীয় বারের মত টিকা নিলেন, ঝিনাইগাতী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এসএমএ ওয়ারেজ নাইম ও তার সহ-ধর্মিণী সাবিনা ওয়ারেজ পলি। ১৮ মে মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তাঁরা এ টিকা গ্রহন করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফকির মোহাম্মদ সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, সদস্য আব্দুল্লাহ আল মামুন সবুজসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম ও তার সহ-ধর্মিণীকে টিকা গ্রহনের সনদ পত্র প্রদান করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ জসিম উদ্দিন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, এ উপজেলায় কোভিড-১৯ দ্বিতীয় ডোজ পুরুষ ৬৩২ জন ও মহিলা ২৯৭ জনকে দেওয়া হয়েছে। টিকা গ্রহন শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এসএমএ ওয়ারেজ নাইম, কোভিড-১৯ এর করোনা ভাইরাস সংক্রমণ রোধে ঝিনাইগাতী উপজেলার সর্বস্তরের লোকজনকে স্বাস্থ্য বিধি মেনে সরকারি নির্দেশনা মোতাবেক সবাইকে চলার আহবান জানান।