মোহাম্মদ দুদু মল্লিক, স্টাফ রিপোর্টার:ঐতিহাসিক ৭ মার্চ ও ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে ৪ মার্চ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদের সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার জয়নাল আবেদীন, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, জেলা পরিষদ সদস্য আবু তাহের, আয়শা সিদ্দিকা রুপালী, ওসির প্রতিনিধি এসআই আনোয়ার হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান, মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান ও সাংবাদিকবৃন্দ। সভায় ঐতিহাসিক ৭ মার্চ ও ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা অর্পন, জাতীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচী হাতে নেয়া হয়।