রবিউল ইসলাম: শেরপুরের ঝিনাইগাতি উপজেলা হাসপাতাল গেইটের পূর্ব পাশে ০১ জানুয়ারি নতুন বছরের(২১সাল) ১ম দিনে,আজ শুক্রবার বিকাল ৩টায় আলহাজ্ব বকুলের মিয়ার সভাপতিত্বে,প্রধান অতিথি ঝিনাইগাতির উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ এসএম ওয়ারেজ নাঈম ফিতা কেটে “ডিজিটাল সেবা ডায়াগনস্টিক সেন্টার ” শুভ উদ্বোধন করেন এবং দোয়া ও মোনাজাতে অংশ নেন।
উদ্বোধন কালে আরও উপস্থিত ছিলেন, ঝিনাইগাতি উপজেলা হাসপাতালের চিকিৎসক,পল্লী চিকিৎসক, রাজনৈতিক দলের নেতা কর্মী,আলেম সমাজ,সুশীল সমাজ,শিক্ষক সমাজ,এছাড়াও বিভিন্ন মহলের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ঝিনাইগাতি উপজেলা সহ তার আশপাশের এলাকায় সাধারণ মানুষের চিকিৎসা সেবা বাড়াতে বেসরকারি ভাবে আরও দ্রুত উন্নত সেবা দিতে অত্যাধুনিক ডিজিটাল সেবা ডায়াগনস্টিক সেন্টার নামে চালু করেছে সাধারণ মানুষের মাঝে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য।
জানা যায়, উক্ত ডায়াগনস্টিক সেন্টারে,ডিজিটাল এক্সরে,আল্ট্রাসোনো-গ্রাফি,যাবতীয় প্যাথলজি টেস্ট সহ দেশের অত্যান্ত সনামধন্য বিশেষজ্ঞ ডাক্তার নিয়মিত রোগী দেখার সুব্যবস্থা ও সুলভ মূল্যে সকল সেবা দেওয়ার সুবিধা রয়েছে।
মোঃ ওবায়দুল হক বাবু,আব্দুস সালাম,আলহাজ্ব বকুল মিয়া,মানিক মিয়া সহ মোট পাঁচজন সার্বিক সহযোগিতা ও পরিচালনা করবেন উক্ত ডায়াগনস্টিক সেন্টার।