নেপালের বিপক্ষে পাঁচ বছর পর জয় এসেছে। সর্বশেষ ২০১৫ সালে নেপালকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। এবার করোনার সময়ে মাঠে ফুটবল ফেরানোটা ছিল একটা চ্যালেঞ্জ। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাতে সফলই হয়েছে। নেপালের বিপক্ষে মুজিববর্ষ সিরিজের প্রথম ম্যাচে জয় এসেছে ২-০ গোলে। এমন জয়ের পর বাফুফে বেশ খুশি। ম্যাচ জয়ের পরই বাংলাদেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা দলের জন্য ১০ লাখ টাকা বোনাস ঘোষণা করেছে।
ম্যাচের পরই মাঠে ঢুকে সামাজিক দূরত্ব মেনে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে পাশে রেখে আরেক সহ-সভাপতি ও জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ খেলোয়াড়দের ১০ লাখ টাকা বোনাস দেওয়ার ঘোষণা দেন।
পরে এক ভিডিও বার্তায় কাজী নাবিল বলেছেন, ‘আমরা সবাই আজকে খুশি। বাংলাদেশ-নেপাল ফিফা প্রীতি ম্যাচটি বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে উৎসর্গ করা। প্রথম ম্যাচে আমরা নেপালকে ২-০ গোলে হারিয়েছি। খুশি হয়ে আমাদের সভাপতি কাজী সালাউদ্দিন ও ফেডারেশনের পক্ষ থেকে জয়ের জন্য ১০ লাখ টাকা বোনাস ঘোষণা করেছি। আগামী ম্যাচের আগেই পেয়ে যাবে সবাই।’
এরপরই তিনি এই প্রত্যাশা ব্যক্ত করেন,‘ আশা করছি আগামী মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ম্যাচে আমরা আরও ভালো খেলতে পারবো। পরের ম্যাচে দর্শকদের বলবো মাঠে এসে খেলোয়াড়দের আরও উৎসাহ দেওয়ার জন্য। দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।’