মোঃ রুবেল মিয়া: দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে জামালপুরে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। আজ শনিবার (২ জানুয়ারি ) বিকেলে ইসলামপুর হাইস্কুল মাঠে হুইল চেয়ার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জামালপুর জেলা প্রশাসনের সহায়তায় দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি জামালপুর জেলার ৭টি উপজেলার মধ্যে বাছাইকৃত ১শত প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে।
প্রকৃত শারীরিক প্রতিবন্ধীদের খুঁজে বের করে তাদের হাতে হুইল চেয়ারগুলো পৌঁছে দিতে সার্বিক সহযোগিতা করেন স্থানীয় লোকজন।
হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান (দুলাল) বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জি.কামরুজ্জামান, ইসলামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. জামাল আব্দুন নাসের (বাবুল), জেলা সমাজসেবা উপপরিচালক রাজু অাহমেদ, ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম ও দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির জেনারেল সেক্রেটারি গোলাম মোহাম্মদ চৌধুরী পারুল মাষ্টার।
এছাড়াও অন্যদের মাঝে বক্তব্য স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। ম্যানিজিং ডিরেক্টর মো জহিরুল ইসলাম এর সঞ্চালনায় ও প্রোজেক্ট ম্যানেজার অারিফ হোসাইন সার্বিক সহযোগিতায়, দোস্ত এইডের কর্মকর্তা কর্মচারী ও জামালপুর জেলার সেচ্ছাসেবক বৃন্দের অক্লান্ত পরিশ্রম ও সুশৃঙ্খল সহযোগিতা উপস্থিত অতিথিদের প্রশংসা কুড়িয়েছে।