স্টাফ রিপোর্টারঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি কোনো রকমের অবমাননা ও অসম্মান হতে দেবেন না দেশের সরকারি কর্মকর্তারা। ১২ ডিসেম্বর শনিবার সারা দেশের ন্যায় শেরপুরেও সমাবেশ করে এই প্রতিজ্ঞা করেছেন সরকারি কর্মকর্তারা। এ উলক্ষে শেরপুর উপজেলা পরিষদের হল রুমে পরিবার পরিকল্পনা পরিদর্শক সাজ্জাদুর রহমান এর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান স্লোগান দিয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ আল-মামুন তিনি বলেন, সম্মানিত সরকারি কর্মকর্তাদের বক্তব্য শুনে মনে হল সরকারি সকল কর্মকর্তা কর্মচারিবৃন্দ বঙ্গবন্ধুর সাথে মিশে আছেন। জাতির পিতার অবমূল্যায়ন হওয়ার কোন সুযোগ নেই।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উক্তিকে কেন্দ্র করে ডা. শারমিন রহমান অমি বলেন, আমাদের দেশের মূল্যবান সম্পদ ২ টি সোনার মাটি ও সোনার মানুষ। এই মাটি ও মানুষকে যদি আমরা কাজে লাগাতে পারি তবে জননেত্রী শেখ হাসিনার নেতৃতে আমরা অচিরেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সক্ষম হব। তিনি আরও বলেন , বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাংবিধানিকভাবে জাতির পিতা হিসেবে স্বীকৃত। বঙ্গবন্ধু ও স্বাধীনতা ওতপ্রোতভাবে জড়িত। স্বাধীনতাবিরোধী চক্র এখনো আমাদের জাতির পিতাকে অস্বীকার করে যাচ্ছে। তারা বলে যাচ্ছে যে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করা যাবে না। কিন্তু আমরা তা মানতে পারবো না।
এসময় শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, কোন মৌলবাদির শক্তি যদি এরকম ধরনের উস্কানিমূলক ষড়যন্ত্রের কথা চিন্তা করে তাহলে আমরা তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেব এসময় শেরপুর উপজেলা পরিষদ ও পরিবার পরিকল্পনার সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।