টোকিও অলিম্পিক গেইমসে অংশগ্রহনের সুযোগ পাওয়ায় এবার জহির রায়হানকে ব্যক্তিগত ভাবে নগদ ১লক্ষ টাকা অনুদানের আশ্বাস দিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি। ২৭ মে বৃহস্পতিবার দুপুরে শেরপুর জেলা আ.লীগের দলীয় কার্যালয়ে শুভেচ্ছা বিনিময়কালে এ অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দেন।
শুভেচ্ছা বিনিময় কালে হুইপ আতিউর রহমান আতিক বলেন, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা খেলাধুলার বিষয়ে খুবই আন্তরিক। তিনি ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন।
এছাড়াও তিনি আরো বলেন, জহির রায়হান অলিম্পিক গেইমস্ শেষ করে আসলে তাকে বৃহৎ পরিসরে শেরপুরে সংবর্ধনা দেওয়া হবে।
এসময় শেরপুর জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ও ফুটবল এসোসিয়েশন এর সভাপতি মানিক দত্তসহ স্থানীয় আ.লীগ ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।