মানিক দত্ত:২৬মার্চ শুক্রবার বিকেলে শেরপুর সদর উপজেলার চৈতনখিলা জাব্বারিয়া দাখিল মাদ্রাসার ৪তলা ভীতবিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি।

উদ্বোধন কালে পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হায়দার আলী, হুইপ কন্যা ডাঃ শারমিন রহমান অমি, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ মোফাজ্জল হোসেন, হুইপ কন্যা সাদিয়া রহমান অপি সহ মাদ্রাসার সুপার, শিক্ষকবৃন্দ সহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ৮৫ লক্ষ টাকা ব্যয়ে এ ভবন নির্মিত হচ্ছে।
