ভিত্তিহীন অভিযোগ এনে মানববন্ধন করার প্রতিবাদে শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নে সচেতন নাগরিক সমাজের ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দা স্কুল ম্যানেজিং কমিটি ও শিক্ষকবৃন্দ। ১৭ মে সোমবার সকালে মুন্সীরচর মতিজান উচ্চ বিদ্যালয়ের সম্মুখে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
এসময় বক্তারা মিথ্যা ভিত্তিহীন অভিযোগ এনে মানববন্ধন করার প্রতিবাদ জানিয়ে বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে একটি কুচক্রী মহল এ ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান জাতীয় পরিষদের সদস্য প্রবীন নেতা খোরশেদুজ্জামান কে নিয়ে একের পর এক অভিযোগ এনেছেন যা উদ্দেশ্য প্রণোদিত। চেয়ারম্যানের জনপ্রিয়তা সহ্য করতে না পেরে এমন ন্যাক্কারজনক অভিযোগ জনমনে প্রশ্নবিদ্ধ হয়েছেন। যাহারা এর মদদ দাতা সমাজে তাদের কোন অবস্থান নেই। ধুমকেতুর মতো হঠাৎ এলাকায় এসে শান্তিপ্রিয় সমাজকে অসান্ত করছেন।
এসময় অন্যান্যদের মধ্যে মুন্সীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, মতিজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনিরা আক্তার, সহকারী প্রধান শিক্ষক সাজেদা পারভীন বক্তব্য রাখেন।
উল্লেখ্য – সম্প্রতি তার বিরুদ্ধে স্থানীয় কিছু লোকদের সাথে নিয়ে মুন্সীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মতিজান উচ্চ বিদ্যালয়ের ভূমি দখল করে মার্কেট নির্মান এমন অভিযোগে মানববন্ধন করেছেন সাবেক কিছু শিক্ষার্থী।