জেলা প্রতিনিধি । চাঁপাইনবাবগন্জঃ চাঁপাইবাবগঞ্জে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু ও নতুন করে ৪৯ জন করোনা পজিটিভ হয়েছেন।
মঙ্গলবার (১৫ জুন) সকালে সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আরটিপিসিআর ল্যাবে ৯৯ জনের নমুনা পরীক্ষায় ২২ ও র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৩১২ জনের নমুনা পরীক্ষায় ২৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদরে ১২ জন, শিবগঞ্জে ২০ জন, গোমস্তাপুরে ১২ জন, নাচোলে চারজন ও ভোলাহাটে একজন।
সিভিল সার্জন বলেন, করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যার জেলা হাসপাতালে তিন জন ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও সাতজনের মৃত্যু হয়েছে।
জেলায় এ পর্যন্ত তিন হাজার ২১৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ৮০০ জন। মারা গেছে ৮৭ জন।