স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে ইউনিয়ন পর্যায়ে নিরাপত্তা ও সেবা সঠিকভাবে প্রদানের লক্ষ্যে গ্রাম পুলিশদের মাঝে সাইকেল বিতরণ করা হয়। ১৬ জুন বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপ-সচিব এটি এম জিয়াউল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এসব সাইকেল পস্থিত গ্রাম পুলিশদের মাঝে বিতরন করা হয়।
সাইকেল বিতরন অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মুক্তাদিরুল আহাম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ফরিদা ইয়াসমিন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, এনডিসি মোঃ মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।