বুলবুল আহম্মেদ :শেরপুরের শ্রীবরদী উপজেলায় গড়ে উঠা অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। সোমবার দিনব্যাপী এ অভিযান চালান যৌথভাবে শেরপুর জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর।

অভিযানে মেসার্স ফাতেমা ব্রিকসের কিলন ও চিমনি ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হয় এবং আল-আমীন ব্রিকস্ -২ কে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। সেই সাথে ওই দুই ইটভাটার সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়।

অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার এসএম আল-আমীন ও শেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস।

এসময় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা পরিবেশ অধিদপ্তর অফিস সূত্র জানায়,শেরপুরে জেলার সকল উপজেলাতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে। এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের নিয়মিত কার্যক্রম হিসেবে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।