মানিক দত্তঃ ১১ মে মঙ্গলবার দুপুরে শেরপুর সদরস্থ লছমনপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের গরীব মা’দের মাঝে নিজ অর্থে নগদ অর্থ ও শাড়ী বিতরন করেন গরীবের ডাক্তার খ্যাত ডাঃ শারমিন রহমান অমি। ডাঃ অমি ঈদ উপহার প্রদানের সময় ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। তিনি শেরপুর সদর উপজেলার ১৪ টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের গরীব মা’দের মাঝে নগদ অর্থ ও শাড়ী প্রদান করলেন। সেই উপহার প্রদানের আজ ছিল শেষ দিন। ডাঃ অমি বলেন,” আমি শেরপুর সদর, উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে চাকুরী করে যে বেতন পাই তা দিয়ে গরীবদের সেবা করার চেষ্ঠা করি। আমার বেতনের একটি টাকাও নিজের জন্য বা আমার পরিবারের জন্য ব্যয় করি না আপনারা দোয়া করবেন আমি যেন সারা জীবন আমার পিতার মত আপনাদের সেবা করে যেতে পারি। আল্লাহ যেন আমাকে এ তৌফিক দান করেন।ডাঃ শারমিন রহমান অমি বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি’র বড় কন্যা।