আগামীকাল ১৪ মে ঈদুল ফিতর। ৩০ দিন রমযানের সিয়াম সাধনার পর আগাীকাল পবিত্র ঈদুল ফিতর।পরিবারের সকলের সাথে ঈদের আনন্দ উপভোগ করার জন্য শেরপুরে চলছে শেষ মূহুর্তের কনাকাটা। শেরপুরে কয়েকদিন যাবৎ মাঝে মাঝে হচ্ছে বৃষ্টি। আজও ইফতারের পর হলো বৃষ্টি। এই বৃষ্টির মধ্যেই চলছে কেনাকাটা। ক্রেতা- বিক্রেতাটা বলছেন,” এই করোনা পরিস্থিতেও অন্যান্য বারের চেয়ে বেচা-কেনা বেশী। ক্রেতা- বিক্রেতাদের ঈদ শুভেচ্ছা জানালেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি।
তিনি বৃষ্টির কারনে গাড়ীতে বসেই শহর ঘুরে সবাইকে জানিয়ে গেলেন ঈদের শুভেচ্ছা। এই পরিস্থিতেও হুইপ আতিক শহরে বের হয়ে ঈদের শুভেচ্ছা জানানোতে ক্রেতা-বিক্রেতা এবং সাধারন মানুষ খুশি হয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন। একজন ক্রেতা বললেন একেই বলে জনপ্রতিনিধি। আরেক জন বললেন ভাই এর জন্যই তো তার কোন প্রতিদ্বন্দি নাই। তিনি যতদিন নির্বাচন করবেন তিনি ততদিন জয়ী হবেন।
