বুলবুল আহম্মেদ শেরপুর :শেরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে জেলা সিভিল সার্জনের কোভিড-১৯ ও ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৬ জানুয়ারী বুধবার সকালে জেলা সিভিল সার্জনের সম্মেলন কক্ষে চতুর্থ স্বাস্থ্য ও জনসংখ্যা সেক্টর কর্মসূচির (এইচপিএনএনপি) আওতায় ওই কর্মশালায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ।
এসময় তিনি কোভিড-১৯ প্রতিরোধে প্রচার-প্রচারণা চালিয়ে জনগণকে সচেতন করার পাশাপাশি করোনাকালে ফ্রন্টলাইনের যোদ্ধা হিসেবে সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
কর্মশালায় সঞ্চালনা করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোঃ আক্রাম হোসেন।
এসময় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোবারক হোসেন, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জিএম আজফার বাবুল, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা সহ-সভাপতি এস এম শহিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক হাকিম বাবুল, সন্জিব চন্দ্র বিল্টু, সাংবাদিক মহিউদ্দিন সোহেল, জোবায়ের দ্বীপ বক্তব্য রাখেন।