সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া:পাথর ভাঙার কাজ করে একেকজন শ্রমিক পান দৈনিক ১০০ টাকা। সেই কাজও কোনো দিন জোটে, কোনো দিন জোটে না। করোনার এ সময়ে সবচেয়ে বেশি কষ্টে আছেন অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকেরা।
প্রায় এক মাস ধরে ‘লকডাউন’ চলছে দেশে। এর বড় শিকার গাড়িচালক, দিনমজুর, কৃষিশ্রমিক, দোকানদার, ফুটপাতের ছোট ব্যবসায়ী, রিকশাচালক। খেটে খাওয়া কর্মজীবী এই মানুষেরা এখন ঘরবন্দী। সুদিন ফেরার আশায় দিন গুনছেন তাঁরা।
সীমিত পরিসরে পোশাক ও শিল্পকারখানা খুললেও সেখানকার শ্রমিকেরাও আছেন চাকরি হারানোর ঝুঁকিতে। সীমিত পরিসরে দোকানপাট খোলা থাকলেও কর্মীদের চাকরির নিশ্চয়তা নেই। প্রায় একই অবস্থা সারা বিশ্বের শ্রমজীবী মানুষেরই। এমনই এক কঠিন পরিস্থিতিতে (১-মে-২১) শনিবার কুষ্টিয়ায় পালিত হলো মহান মে দিবস, যা বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে পরিচিত। ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকেরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওই দিন তাঁদের আত্মদানের মধ্য দিয়ে শ্রমিকশ্রেণির অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল।
শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে তখন থেকেই সারা বিশ্বে ‘মে দিবস’ হিসেবে পালন করা হচ্ছে। এবারের মে দিবসের প্রতিপাদ্য বিষয় ‘মালিক-শ্রমিক নির্বিশেষ মুজিব বর্ষে গড়ব দেশ’।
কুষ্টিয়ায় সামাজিক দুরত্ব বজায় রেখে রেলী, বঙ্গবন্ধু ভাষ্কর্যে পুষ্পমাল্য অর্পণ ও প্রয়াত সকল শহীদ শ্রমিকদের আত্মার মাগফেরাত কামনার মাধ্যমে মহান মে দিবস পালন করেছে কুষ্টিয়া জেলা জাতীয় শ্রমিকলীগ।
সকাল ৮টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিনের কর্মসুচী শুরু হয়। পরে জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ এইচ এম মতিউর রহমানের নেতৃত্বে একটি রেলী বের হয়ে ডিসি কোর্ট চত্বরে বঙ্গবন্ধু ভাষ্কর্যে পুষ্পমাল্য অর্পণ করে। এসময় কুষ্টিয়া জেলা জাতীয় লীগের যুন্ম সাধারণ সম্পাদক এইচ এম মতিউর রহমান, জাতীয় মহিলা শ্রমিক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি ও জাতীয় মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মেহেরুন নেসা বিউটি, জাতীয় শ্রমিক লীগ কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি মোঃ জিল্লুর রহমান, যুন্ম সাধারণ সম্পাদক মোঃ হামিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ তরিকুল হাসান মিন্টু কুষ্টিয়া শহর শ্রমিক লীগের সভাপতি দেওয়ান মাসুদুর রহমান স্বপন, কুষ্টিয়া শহর শ্রমিক লীগের যুন্ম সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম রিপন, কুষ্টিয়া জেলা মটর শ্রমিক লীগের সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মানিক প্রমুখ উপস্থিত ছিলেন৷
শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।