বুলবুল আহম্মেদ শেরপুর :কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর ও মৌলবাদীদের ষড়যন্ত্রের প্রতিবাদে শেরপুর পৌর আওয়ামীলীগের উদ্যোগে মশাল হাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ৮ ডিসেম্বর মঙ্গলবার রাতে শহরের চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে থানামোড় বঙ্গবন্ধু স্কোয়ারে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলটিতে নেতৃত্ব দেন,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রকাশ দত্ত।
পরে সেখানে এক সংক্ষিপ্ত সভায় পৌর আওয়ামীলীগ সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপি এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রকাশ দত্ত।
এসময় জেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামী লীগ , যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিট কমিটির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।