স্টাফ রিপোর্টারঃ৷ শেরপুর জেলার বৃহত সমবায়ী প্রতিষ্ঠান কাকলি বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নতুন কার্যকরী গঠনের লক্ষে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৮ নভেম্বর রাত ৮ টায় সমিতির সভা কক্ষে নির্বাচন কমিটির সভাপতি শিব শংকর কারুয়া নির্বাচিতদের নাম ঘোষনা করেন। বিশেষ সাধারন সভার মাধ্যমে নির্বাচিতদের নাম ঘোষনা করা হয়। করোনা মহামারির কারনে সমবায় অফিসের পরামর্শে এবং নির্দেশনায় সংক্ষিপ্ত আকারে সদস্যদের উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়। পরবর্তিতে সমবায় অফিসের পরামর্শে সাধারন সভা অনুষ্ঠিত হবে। পদের সংক্ষক প্রার্থী না থাকায় কার্য নিবার্হী কমিটির সকলেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। কমিটির সভাপতি পদে আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সহ-সভাপতি পদে ভোলানাথ ঘোষ, সাধারণ সম্পাদক পদে মানিক দত্ত, সদস্য পদে ১) রমেন্দ্রনাথ সাহা ২) যাদব ঘোষ ৩) অটলেশ মালাকার ৪) আলহাজ্ব আঙ্গুর মিয়া ৫) মোঃ হুমায়ুন কবীর ৬) বিনয় সাহা ৭) নন্দ সাহা ৮) মোঃ লায়েছুর রহমান ৯) মোঃ ছায়েদুর রহমান। উক্ত কমিটি ৩ বৎসর দ্বায়িত্ব পালন করবেন। সভায় বিদায়ী এবং নব-নির্বাচিত কমিটির সদস্য ছাড়াও নির্বাচন কমিটির সদস্যবৃন্দ, শেরপুর সদর উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম ও সহকারী পরিদর্শক মোঃ কামরুজ্জামান সহ বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। মানিক দত্ত ২য় বারের মত সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব পালন করবেন।