বুলবুল আহম্মেদ :শেরপুরে কর্মহীন হয়ে পড়া অসহায় শ্রমজীবি, ভিক্ষুক, রিক্সা ও ভ্যান চালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে মানবিক খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। ২৯ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ২টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মাঠে প্রধানমন্ত্রির উপহার হিসেবে এ খাদ্য সহায়তা প্রদান করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আনার কলি মাহবুব।
স্বাস্থ্যবিধি মেনে দেড়শতাধিক নারী পুরুষদের মাঝে এ সহায়তা তুলে দেওয়া হয়। সেইসাথে প্রত্যেককে একটি করে মাস্ক বিতরন করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব।
বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ ও লবণ।
এসময় শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়ালীউল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোঃ মিজানুর রহমান, সহকারী কমিশনার মোঃ মাহমুদুল হাসান মাহমুদ, ডিএম সাদিক আল শাফিনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।