স্টাফ রিপোর্টারঃ করোনাকালীন সময়ে শেরপুরের গ্রাম অঞ্চল ঘুরে ঘুরে মহিলা ও শিশুদের হাত ধোয়ার নিয়ম শিখিয়ে দিয়েছেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, গরীবের ডাক্তার শারমিন রহমান অমি। ২৩ মে, রবিবার দিনব্যাপি সদরের শেখহাটি,বটতলা, পাকুরিয়াসহ বিভিন্ন গ্রাম অঞ্চল ঘুরে ঘুরে মহিলাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিত হাত ধোয়ার সাতটি ধাপ শিখিয়ে দেন ডাঃ অমি।
এ ব্যাপারে ডাঃ অমি বলেন, করোনার মহামারীর দ্বিতীয় ওয়েব প্রতিরোধে বারবার হাত ধোয়া ও টিজোন অথ্যাৎ চোখ, নাক, মুখ সুরক্ষার কোন বিকল্প নেই। গ্রামের সহজ সরল মানুষগুলো কিভাবে সঠিক নিয়মে হাত ধুতে হয় তা জানে না। বাবা ও মায়েদের হাত ধোয়ার নিয়ম জানা থাকলে পরিবারের অন্যান্য সদস্যরা সঠিকভাবে সহজেই হাত ধোয়ার নিয়ম শিখতে পারবে। ফলে তাদের বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকবে। এই বিষয়টি চিন্তা করেই আমি মাঠে নেমেছি যেন হাত ধোয়ার সঠিক নিয়ম জেনে সদর উপজেলার জনগন সঠিক ভাবে হাত ধুতে পারে এবং নিজেকে, সমাজকে, দেশকে সুরক্ষিত রাখতে পারে।