মানিক দত্তঃ শেরপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে এতিম ও দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে । ১মে শনিবার দুপুরে শেরপুর জামিয়া সিদ্দীকিয়া তেরা বাজার মাদ্রাসার ৫০ জন এতিম ও দুঃস্থদের মাঝে ঔ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে ও শেরপুর সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় ঔ খাদ্য সামগ্রী বিতরণ করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি। সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুল রউফ এর সভাপতিত্বে ও সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোবারক হোসেনের সঞ্চালনায় এসময় বিষেশ অতিথি ছিলেন, শেরপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খন্দকার নজরুল ইসলাম, আলহাজ্ব মাজেদুল হক মিনু, তেরা বাজার মাদ্রাসা কমিটির সভাপতি আলহাজ্ব ফখরুল মজিদ খোকন, জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি মানিক দত্ত, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ মাদ্রাসার শিক্ষক ও ছাত্রবৃন্দ।