বুলবুল আহম্মেদ: শেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বর্তমান জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিজ্ঞপিপি এডভোকেট চন্দন কুমার পাল এর আশু রোগমুক্তি কামনায় শুক্রবার (৯ এপ্রিল) সন্ধ্যায় শ্রী শ্রী মা ভবতাঁরা মাতার মন্দিরে এক বিশেষ প্রার্থনা করা হয়েছে।
প্রার্থনায় শেরপুর শহর আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টির পরিচালক রাজন সরকার রাজু, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি বর্ষণ কারুয়া, সহ-সভাপতি দীপু দে, শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির উন্নয়ন কমিটির সহ-সভাপতি তাপস চাকী, নন্দ সরকার, সাধারণ সম্পাদক টুকন সাহা,যুগ্ন সম্পাদক অশীত সাহা, সদস্য সুকুমার বর্মন, অন্তর চন্দ, আবির কর উপস্থিত ছিলেন।
উল্লেখ্য- গত ৮ এপ্রিল বৃহস্পতিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এডভোকেট চন্দন কুমার পালসহ ৫ জনের করোনা পজেটিভ আসে।
এর পর থেকেই তিনি নিজ বাসায় বিশ্রামে আছেন। বর্তমান তিনি সুস্থ্য আছেন। তার পরিবার শেরপুরসহ দেশবাসীর কাছে দোয়া /আর্শিবাদ চেয়েছেন।