বুলবুল আহম্মেদ শেরপুর: আমরা জনগণের পক্ষে এ শ্লোগানকে সামনে রেখে দীর্ঘ ১যুগ থেকে প্রকাশিত হয়ে যাচ্ছে বাংলাদেশ বহুল প্রচারিত জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের এগারো পেরিয়ে একযুগ পূর্তি উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ মার্চ সোমবার দুপুরে বাংলাদেশ প্রতিদিনের শেরপুর জেলা প্রতিনিধি প্রভাষক মাসুদ হাসান বাদলের সভাপতিত্বে প্রেসক্লাব মিলনায়তনে এ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয় ।
শেরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো: মেরাজ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।
বক্তব্য রাখেন, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন, শেরপুর প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, জেলা আইনজীবি সমিতির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ভাষানী, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া, মডেল গাল্স কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান বিদ্যুৎ, সহযোগী অধ্যাপক তপন সারোয়ার, সিনিয়র সাংবাদিক সন্জিব চন্দ্র বিল্টু, শেরপুর টাইমস্ অনলাইন নিউজ পোর্টালের প্রকাশক আনিসুর রহমান, নারী নেত্রী লাভলী বেগম প্রমুখ।
উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার আ স ম নুরুল ইসলাম হিরো, প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম শহিদুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মহিউদ্দিন সোহেল, প্রচার সম্পাদক সোহেল রানা, প্রেসক্লাব সদস্য জুবাইদুল ইসলাম, জাহিদুল খান সৌরভ, বুলবুল আহম্মেদ, শাকিল মুরাদ, শাহরিয়ার শাকির, নাঈম ইসলাম, মনিরুজ্জামান রিপন প্রমুখ।
পরে বক্তারা বাংলাদেশ প্রতিদিন বস্তুনিষ্ঠ পরিবেশন করে নিরপেক্ষতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। ভবিষ্যতেও পত্রিকাটি এ ধারা অব্যহত রাখবে বলে আমাদের প্রত্যাশা।
আলোচনা শেষে অতিথিদের সাথে নিয়ে ১২তম পূর্তির কেক কাটা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী সভায় সাংবাদিকদের পাশাপাশি অর্ধশত নারী শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

