স্টাফ রিপোর্টার :শেরপুরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় উন্নয়ন সহায়তায় ৫০% ভর্তুকীতে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। ৯ এপ্রিল শুক্রবার শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা পরিষদ চত্ত্বরে ৫ জন কৃষকের মাঝে ৫ টি কম্বাইন হারভেস্টার ও ৩টি রিপার বিতরণ করা হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি। এসময় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা কৃষি অফিসার রুবাইয়া ইয়াসমিন,কৃষি সম্প্রসারণ অফিসার ইসরাত জাহান সুইটিসহ আরও অনেকে। পরে চলমান মৌসুমের আওতায় আউশ প্রণোদনা কর্মসূচীর আওতায় আউশ প্রণোদনা কর্মসূচীর ১২৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করেন হুইপ আতিক।