উত্তর গৌরীপুর মডেল স্কুলের ২০২১শিক্ষা বর্ষের বই বিতরণ শুরু

উত্তর গৌরীপুর মডেল স্কুলের ২০২১শিক্ষা বর্ষের বই বিতরণ শুরু

স্টাফ রিপোর্টার: শেরপুরের ঐতিহ্যবাহী উত্তর গৌরীপুর মডেল স্কুলের বই উৎসব ২০২১ উপলক্ষে বই বিতরণ শুরু হয়েছে। ২ জানুয়ারী শনিবার সকাল থেকে মাসের ২য় দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন শেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও উক্ত স্কুলের চেয়ারম্যান মোঃ মেরাজ উদ্দিন।

উক্ত বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্কুলের শিক্ষক/ শিক্ষিকা মোছাঃ যমুনা বেগম, মোছাঃ আয়রিন বেগম, মোছাঃ শিপা মনি, মোছাঃ হাফসা খাতুন, মোঃ শাহরিয়ার শাকির প্রমুখ।

বইবিতরণ কালে স্কুলের চেয়ারম্যান বলেন, সুশিক্ষায় শিক্ষিত করে দেশের সুনাগরিক হিসেবে গড়ে তোলা শিক্ষকদের কাজ।
করোনার কারণে আমারা ছাত্র/ ছাত্রীদের এবছর ক্লাস নিতে পারিনাই। কিন্তু তাও যতটুকু সম্ভব সরকারি নির্দেশনা অনুযায়ী কাজ করেছি।

এবং সরকারি নির্দেশনা অনুযায়ী স্কুলের নতুন বছরে ভর্তি কার্যক্র‍ম চলছে। সরকারি নির্দেশনা অনুযায়ী ক্লাসও আমরা যথাসময়ে শুরু করবো।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমারা নতুন বই পেয়ে অবশ্যই খুবই খুশি। আমরাও তোমাদের হাতে নতুন বই তুলে দিতে পেরে আনন্দিত। নতুন বইয়ের গল্পগুলো বাসায় বসে মনোযোগ দিয়ে পরবে।

পরিশেষে তিনি প্রতিষ্ঠানটিকে সেই কাঙ্খিত মানে নেওয়ার জন্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রতিবেশী, শিক্ষানুরাগী তথা সকলের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *