স্টাফ রিপোর্টার:শেরপুর জেলার অন্যতম সামাজিক সংগঠন হিউম্যানিটি অফ শেরপুর অসহায়, কর্মহীনদের
মাঝে ঈদ সামগ্রী বিতরন করেছে।
১১ মে মঙ্গলবার সদর উপজেলার, পাকুড়িয়া ফকিরপাড়া,খামার পাড়া,কসবা নামাপাড়া, কসবা কাজিগলিতে ১৫০ টি পরিবারে মাঝে এসব ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়।
বিগত বছরের ধারাবাহিকতায় সংগঠনটির পক্ষ হতে এবার ৫ম কর্মসূচী হিসেবে উপহার খাদ্য সামগ্রী মধ্যে ছিল, সেমাই, চিনি, তেল, সাবান, লবন, ডাল ও আটা।
বিতরনকালে হিউম্যানিটি অফ শেরপুরের সভাপতি সামিউল চৌধুরী সজিব দেশ বার্তা বিডি.কমকে জানান, আমাদের সংগঠনটি ইতমধ্যে বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহন করেছে। তার মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে ঔষধ বিতরন, শীত বস্ত্র বিতরন, গত বছর করোনাকালীন সময়ে প্রায় ৪ হাজার কর্মহীনদের মাঝে উপহার সামগ্রী বিতরনসহ নানা সামাজিক কাজে অংশগ্রহন করেছি। এরই ধারাবাহিকতায় এবার ঈদেও ১৫০ অসহায় হতদরিদ্র পরিবারে মাঝে ঈদ উপহার সামগ্রী পৌছে দিয়েছি। আমাদের এরকম সামাজিক কাজ ভবিষ্যতে অব্যাহত থাকবে।
ঈদ উপহার সামগ্রী বিতরনকালে অন্যানোদের মধ্যে ফকিরপাড়া মসজিদ কমিটির সেক্রটারি ফকির মোহাম্মদ এমদাদুল হক, মুক্তিযোদ্ধা আতিকুর রহমান, মোহাম্মদ হেলাল উদ্দিন, ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ শাজাহান, সংগঠনটির পক্ষে,আবু সাইদ, তুষার, আরমান, লোকমান,পলাশ, শিমুল, রিয়াদ, তাজিম, সম্রাট, সোহান, জাবির, সাকিব, রাজু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।