নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধি:শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নুন্নী বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২২ডিসেম্বর) সকালে উপবন কম্পিউটার প্লাজায় ইসলামী ব্যাংক ময়মনসিংহ জোন প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জনাব বসির আহাম্মদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ কেন্দ্র উদ্বোধন করেন।
ইসলামী ব্যাংক নালিতাবাড়ী শাখার ব্যাবস্থাপক কৃষিবিদ মকবুল হোসেনের সভাপতিত্বে উদ্ধোধনী আলোচনায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ নুন্নী ইউপি শাখার ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান রিটন, এজেন্টের পক্ষে জিয়াউল হকসহ, স্থানীয় ব্যাবসায়ী, সুধী সমাজ ও বিভিন্ন পেশাজিবির মানুষ উপস্থিত ছিলেন।