ইসলামপুর প্রতিনিধিঃ জামালপুরের ইসলামপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠন কর্তৃক পুস্পস্তবক অর্পণ ও নানান কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদ্যাপিত হয়েছে।
আজ ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে সরকারী/আধা-সরকারি/স্বায়ত্ব শাসিত সংস্থা/বেসরকারি প্রতিষ্ঠান এবং আবাসিক ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
আজ সকাল ৭ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন-উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামীলীগ ও বিএনপি অঙ্গ-সংগঠন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ড, ইসলামপুর থানা, ইসলামপুর মিডিয়া প্রেসক্লাব, ইসলামপুর ফায়ার সার্ভিস সহ বিভিন্ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক পুস্পস্তবক অর্পণ করা হয়।