মোঃ রুবেল মিয়া:জামালপুরের ইসলামপুরে এক ভূয়া ডেন্টিস্টকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে। অাজ ১০ জানুয়ারী রোজ,রবিবার দুপুর ১২ ঘটিকায় উপজেলার অাজাদ মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃরোকনুজ্জামান খান (রোকন)। অভিযান পরিচালনার সময় তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি।
ডিগ্রী ও অনুমতি নাই কিন্তু দাঁতের ডাক্তার,
দন্ত চিকিৎসার সকল কার্যক্রমে তিনি অবৈধভাবে পরিচালনা করে আসছিলেন র্দীঘদিন থেকে
মোঃ মনজুরুল হাসান (৩৫) নামে একজন কে অবৈধ ডেন্টিস্টকে মোবাইল কোর্টের মাধ্যমে ১২ হাজার টাকা জরিমানা করেন ও মৌখিকভাবে দাঁতের চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু তাহের।