জামালপুর প্রতিনিধিঃ ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান(দুলাল) এমপি জামালপুরের ইসলামপুর উপজেলার ভূমি অফিসের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন ও ভূমি কর্মকর্তা কর্মচারীদের সাথে মত বনিময় সভা করেছেন।
শনিবার (২ জানুয়ারি) সকালে সহকারী কমিশনার (ভূমি) অফিসের মাঠ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম মাজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি।
উপজেলা ভূমি অফিসের আয়োজনে ইসলামপুর সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আয়েন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জামাল আব্দুন নাছের বাবুল , সহকারী কমিশনার ভূমি মোঃ রোকনুজ্জামান খান (রোকন), উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ এম আবু তাহেরসহ আরও অনেকেই।