জামালপুর প্রতিনিধি :জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভার্স্কয ভাঙার প্রতিবাদ জানিয়েছেন জামালপুরের ইসলামপুর উপজেলার সকল স্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। আজ ১২ ডিসেম্বর শনিবার সকাল ইসলামপুর উপজেলা পরিষদ হল রুমে এ প্রতিবাদ সভা অনষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার এস.এম মাজহারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রোকনুজ্জামান খান (রোকন), উপজেলা সাস্থ্য কর্মকতা আবু-তাহের ও বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা’রা বক্তব্য রাখেন।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধ আর স্বাধীনতার বিরোধীদের উত্তরসুরিরা নতুনভাবে মুক্তিযুদ্ধ আর বঙ্গবন্ধুর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বাংলাদেশ, বঙ্গবন্ধু আর ৭১’র মুক্তিযুদ্ধ এক এবং অভিন্ন চেতনা। আজ যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলছেন, তারা মূলত বাংলাদেশের বিরুদ্ধে কথা বলছেন। জাতির পিতার সম্মান অম্লান ও অক্ষুন্ন রাখতে নিজ নিজ জায়গা থেকে কাজ করার আহবান জানান তারা।
